• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে মিরাজ-মাশরাফির ধাক্কা


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৭, ২০১৮, ০১:০০ পিএম
শ্রীলঙ্কাকে মিরাজ-মাশরাফির ধাক্কা

ঢাকা: ফাইনালে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা। ৮ রানেই প্রথম উইকেট হারিয়েছে সফরকারিরা। ওপেনার গুনাথিলাকাকে তামিম ইকবালের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ৪২ রানে কুশলকে ফিরিয়ে বড়সড় ধাক্কাই দিয়েছেন মাশরাফি। ২৮ রান করে তিনি মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়েছেন।

এ প্রতিবেদন লেখার সময় ৭.৫ ওভারে ২ উইকেটে ৫৪ রান তুলেছে শ্রীলঙ্কা। থারাঙ্গা ১৬ ও ডিকওয়েলা ৬ রান নিয়ে ব্যাট করছেন।

ফাইনালে বাংলাদেশ তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। নাসির হোসেনের জায়গায় সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন মিরাজ। ওপেনার এনামুল হকের জায়গায় দলে ঢুকেছেন মোহাম্মদ মিঠুন। পেসার আবুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

 সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!