• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে যে কৌশলে এগিয়ে নিতে চান হাথুরু


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০৪:৩৫ পিএম
শ্রীলঙ্কাকে যে কৌশলে এগিয়ে নিতে চান হাথুরু

ফাইল ছবি

ঢাকা: প্রায় চার বছর আগে এক বিপর্যস্ত বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। লাল সবুজের ক্রিকেটে তার অভিষেকটা ভাল না হলেও খুব অল্প সময়ের মধ্যে একটি সমীহ জাগানিয়া দল হিসেবেই আবির্ভূত টাইগাররা। পাকিস্তান, ভারত দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে মাশরাফিরা। কিন্তু হাথুরু বিদায় নিতেই যেন ছন্ন ছাড়া সাবেক শিষ্যরা। বিপরিতে ভাঙ্গাচূড়া শ্রীলঙ্কার নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করেছে হাথুরুসিংহে।

বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে যেমন প্রথম অভিজ্ঞতা সুখকর হয়নি। নিজ দেশ শ্রীলঙ্কার বেলাতেও ঘটেছে ঠিক একই ঘটনা। তুলনামুলক দুর্বল দল জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে শুরু হয় শ্রীলঙ্কার কোচ হিসেবে যাত্রা শুরু হয় হাথুরুসিংহের। বাংলাদেশের কাছেও পরাজয়ের স্বাদ পায় লঙ্কান দলটি। কিন্তু এরপর যা ঘটেছে তা অবিশাস্ব্য। হাথুরু ম্যাজিকে একে একে ত্রিদেশীয় সিরিজ, টেস্ট সিরিজ এবং সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।  

এরইমধ্যে বেশে দেশে ফিরে গেছে বাংলাদেশে সফরে শতভাগ সফল শ্রীলঙ্কা দল। সামনে ঘরের মাঠে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কান দল। প্রতিপক্ষ শক্তিশালী ভারত এবং বাংলাদেশ। নিজেদের মাঠে সাফল্য পেতে এরইমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা। আর এ জন্য নতুন কৌশল নিয়ে এগোতে চান হাথুরুসিংহে। দলের ভবিষ্যত বিবেচনায় ক্রিকেটারদের মধ্যে পুল প্রথা চালু করার চিন্তা করছেন তিনি।

এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আমরা ক্রিকেটারদের বড় পুল চাই। যারা বিভিন্ন দেশে বিভিন্ন পরিস্থিতিতে লড়াই করতে পারবে। প্রতিপক্ষের সামর্থ্য ও শক্তির দিক বিবেচনায় রেখেই এই পুল বাছাই করা হবে। এতে ক্রিকেটাররা সমান সুযোগ পাবে। যখন নির্বাচনের সময় আসবে তখনই বিষয়গুলো বোঝা যাবে।’

এই শ্রীলঙ্কান কোচ বলেন, ‘আমার বেলায় কখনও দেখবেন না এক দল নিয়ে পড়ে আছি। তবে এটা নিশ্চিত যারা পারফর্ম করবে তারাই দলে থাকতে পারবে। তবে সব সময়ই চেষ্টা থাকবে সেরা কম্বিনেশন দিয়ে যাতে জিততে পারি।’

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হঠাৎ জীবন মেন্ডিসকে দলে নেয়া প্রসঙ্গে হাথুরু বলেন, ‘আমরা তার প্রতিভা সম্পর্কে জানি। ঘরোয়া ক্রিকেটে তার রেকর্ড দেখে তার মতো একজনকে খুঁজছিলাম। তবে সব কিছু নির্ভর করছে প্রতিপক্ষের ওপর। সেখানকার পরিস্থিতির ওপরই নির্ধারণ করবে আমরা আসলে কী চাই।’

নিজের প্রথম অ্যাসাইনমেন্ট ত্রিদেশীয় সিরিজের শুরুতে জিম্বাবুয়ে ও বাংলাদেশের কাছে পরাজয়ের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। এ বিষয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমরা জানতাম আমরা ঘুরে দাঁড়াতে পারবো। প্রতিপক্ষ কিন্তু প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছ। আর কন্ডিশনের সঙ্গে খাপ খেতে একটু সময়ও নিয়েছি। যা পরের খেলাতে শুধরে নিয়েছি।’

এবার ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টে স্বাগতিকদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত ও বাংলাদেশ। এ প্রসঙ্গে লঙ্কান কোচ বলেন, ‘আমরা বড় দলগুলোর বিপক্ষে খেলতে ও লড়াই করতে প্রস্তুত। তবে ক্রিকেটে ফল নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা যায় না। তবে এটা নিশ্চিত করা যায় যে আমরা প্রত্যাশা করতে পারি, চেষ্টা করতে পারি। ভালো করে আরও অনুশীলন করতে পারি। সর্বোচ্চ চেষ্টা করতে পারি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!