• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমস বাছাই হকির ফাইনালে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৫, ২০১৮, ১০:২৭ পিএম
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমস বাছাই হকির ফাইনালে বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে দুই দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত  এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ মার্চ) ওমানের কাবোস কমেপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে লঙ্কানদের ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কোচ মাহবুব হারুনের শিষ্যরা। এর ফলে আসন্ন এশিয়ান গেমসে হকি ইভেন্টের মূল পর্ব থেকে এক পা দুরে অবস্থান করছে লাল সবুজের দল।  

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ খেলার প্রথম ও দ্বিতীয় কোয়াটারে গোলের দেখা পায়নি কোন দলই। তৃতীয় কোয়াটারে এগিয়ে যায় শ্রীলঙ্কা। ৩৪তম মিনিটে সুধা সিংহের গোলে এগিয়ে যায় শ্রীলঙ্কা। তবে রোমান সরকারের ফিল্ডগোল থেকে ৪৯ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। রানা সিংহের গোলে মাত্র এক মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় শ্রীলঙ্কা।

৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে আবারও সমতায় ফেরান রোমান সরকার। এক সময় মনে হচ্ছিল সমতায় শেষ হতে চলেছে ম্যাচ। কিন্তু হকি খেলা বলে কথা। একেবারে শেষ মুহুর্তে লাল সবুজের দলকে ফাইনালে নিয়ে যান মিলন হোসেন। তার জয়সূচক গোলেই ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।  

আগামী ১৭ মার্চ ফাইনালে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে জিমি, চয়নের দল।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!