• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কার কাছেও হারলো বাংলাদেশের মেয়েরা


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০১৬, ০১:৫৪ পিএম
শ্রীলঙ্কার কাছেও হারলো বাংলাদেশের মেয়েরা

ঢাকা: ব্যাংককে টি২০ এশিয়া কাপের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার তারা শ্রীলংকার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে। বাংলাদেশের ৯৩ রান শ্রীলংকা ৩ উইকেট হারিয়ে ১৯ ওভারেই অতিক্রম করেছে। টুর্নামেন্টে বাংলাদেশের অর্জন সামান্যই। এক ম্যাচ ছাড়া বাকি সবগুলো ম্যাচে রুমানাদের হারতে হয়েছে। 

আগে ব্যাট করে বাংলাদেশের ৯৩ রানে বড় অবদান রেখেছেন সানজিদা ইসলাম ৩৫ রান করে। ৪৯ বলে তিন চারের সাহায্যে তিনি এই রান করেন। এছাড়া শায়লা শারমিন ২৫ ও শামিমা সুলতানা ১৭ রান করেন। ২৪ রানে ২ উইকেট নিয়েছেন জয়াঙ্গানি।

বাংলাদেশের ৯৩ রান শ্রীলংকার মেয়েরা টপকে গেছে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে। সর্বোচ্চ ৩৯ রান করেছেন বল হাতে সফল জয়াঙ্গানি। অধিনায়ক রুমানা আহমেদ ৭ রানে পেয়েছেন ২টি উইকেট। 

সংক্ষিপ্ত স্কোরকার্ড: 

বাংলাদেশ: ৯৩/৩ (২০ ওভার) (সানজিদা ৩৫, শায়লা ২৫, শামিমা ১৭, জাহানারা ৩, রুমানা ২। জয়াঙ্গানি ২/২৪, বিরাকোডি ১/২৩।)

শ্রীলংকা:  ৯৭/৩ (১৯ ওভার) (জয়াঙ্গানি ৩৯, মেন্ডিস ২৪, হানসিকা ১০। রুমানা ২/৭।)

ফল: শ্রীলংকা ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: জয়াঙ্গানি (শ্রীলংকা) । 

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!