• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীকে তোপ দাগলেন মালিঙ্গা


ক্রীড়া প্রতিবেদক জুন ২২, ২০১৭, ০৭:২৯ পিএম
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীকে তোপ দাগলেন মালিঙ্গা

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে তরুণ এক দল নিয়ে গিয়ে খুব একটা খারাপ করেনি শ্রীলঙ্কা। তাদের বড় সাফল্য ভারতকে বড় লক্ষ্য তাড়া করে হারিয়েছে। পাকিস্তানের সঙ্গে জিততে জিততে হেরে গেছে। ফলে লঙ্কানদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। দলের বিদায়ে খুশি হতে পারেননি দেশটির ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা। তিনি খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে লঙ্কান গতি তারকা লাসিথ মালিঙ্গা ক্রীড়ামন্ত্রীকে ছেড়ে কথা বলেননি। তার কথায়, ক্রিকেটারদের সমালোচনা করে ক্রীড়ামন্ত্রী আসলে দেশবাসীর সঙ্গে ‘কৌতুক’ করেছেন! শুধু তাই নয়, দেশের ক্রীড়া উন্নয়নের জন্য তিনি কি করেছেন এমন প্রশ্নও ছুড়ে দিয়েছেন মালিঙ্গা।

লঙ্কান ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে মালিঙ্গা বলেন, ‘যখন তোতা (পাখি) খাঁচার মধ্যে থাকে, বানর তখন বাইরে থেকে কিচিরমিচির শব্দ করে। কিন্তু একমাত্র তোতাই জানে খাঁচার মধ্যে কি হচ্ছে। কিন্তু যখন বানর সেই খাঁচার ভেতর ঢোকার চেষ্টা করে ও উত্তর দেয় (তোতার হয়ে) তখনই সমস্যাটা তৈরি হয়।’

সরাসরি না হলেও ক্রীড়ামন্ত্রীকে ক্রিকেট মূর্খই বলেছেন মালিঙ্গা। তাঁর ভাষায়, 'বাইরে থেকে যারা নানা কথা বলে, খেলাটি সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই। তাই তারা ক্যাচ মিস হলে বলে ক্রিকেটারদের ফিটনেস নেই। কিন্তু আমি তাদের বলতে চাই, বিশ্বের সেরা ফিল্ডারেরও ক্যাচ মিস হয়।' শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন্স ট্রফির দলটির অনুমোদন দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রীই।

সেই কথা বলতে গিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন মালিঙ্গা, ‘আমি বিস্মিত যে, ক্রীড়ামন্ত্রী নিজেই প্রথমে যে দলটিকে অনুমোদন দিলেন, এখন তিনি কিভাবে সেই দলটি নিয়ে প্রশ্ন তোলেন! এর মাধ্যমে তিনি আসলে সমাজের সঙ্গে ‘কৌতুক’ করেছেন। তিনি স্ববিরোধী কথাবার্তা বলতে শুরু করেছেন। আরাম চেয়ারে বসে খুব সহজেই সমালোচনা করা যায়। কিন্তু একজন ক্রিকেটারকে মাঠে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। আমরা পাঁচবার বিশ্বকাপের ফাইনালে উঠেছি। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দেশের ক্রীড়ার জন্য তারা কি করেছেন?’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!