• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার পৌষ মাস, ওয়েস্ট ইন্ডিজের সর্বনাশ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৬:৪৬ পিএম
শ্রীলঙ্কার পৌষ মাস, ওয়েস্ট ইন্ডিজের সর্বনাশ

ঢাকা: কথায় বলে কারও পৌষ মাস আবার কারও সর্বনাশ। ওয়েস্ট ইন্ডিজের সর্বনাশ হলেও সুখবর পেল শ্রীলঙ্কা। ইংল্যান্ডের কাছে হেরে ক্যারিবীয়রা বাছাই পর্বে চলে যাওয়ায় সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলবে লঙ্কানরা।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হলে ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ সিরিজে ৫-০ অথবা ৪-০ ব্যবধানে জিততে হতো।

কিন্তু মঙ্গলবার রাতে জনি বেয়ারস্টোর প্রথম ওয়ানডে সেঞ্চুরির সুবাদে ওল্ড ট্রাফোর্ডে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এ ম্যাচে পরাজয় মানে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আর সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলতে পারছে না।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলবে ১০ দল। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপে সরাসরি খেলার শর্ত ছিল এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ে সেরা আটে থাকা। মঙ্গলবার পর্যন্ত শেষ আটের লড়াইয়ে কাগজে-কলমে টিকেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যানচেস্টারে পাঁচ ম্যাচের ওয়ানেড সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় আইসিসির নির্ধারিত সময়ের আগে চূড়ান্ত হয়ে গেল র‌্যাংকিংয়ের সেরা আট।

বাংলাদেশ র‌্যাংকিংয়ে সাতে থাকায় অনেকটাই নিশ্চিত ছিল সরাসরি বিশ্বকাপ খেলা। বাংলাদেশ ছাড়াও সরাসরি বিশ্বকাপ খেলবে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এখন বাছাইপর্বে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। সেরা দুটি দল সুযোগ পাবে বিশ্বকাপ খেলার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!