• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব-তামিমদের সেরাটা দিতে হবে’


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৮, ০৭:২৮ পিএম
‘শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব-তামিমদের সেরাটা দিতে হবে’

ফাইল ছবি

ঢাকা: প্রায় দেড় বছর পর ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করেছে মাশরাফি বিন মুর্তাজার দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (১৯ জানুয়ারি) হাথুরু-ম্যাথিউসের নতুন শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিকরা।

সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক না কেন শ্রীলঙ্কা একটি শক্তিশালি দল। যে কোন সময় জ্বলে উঠতে পারে তারা। গত বছর লন্ডনে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে সেই প্রমাণ দিয়েছে লঙ্কানরা। তাই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে সাকিব-তামিমদের। এমন মত প্রকাশ করেছেন বাংলাদেশের সহকারি কোচ রিচার্ড হ্যালসল।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে হ্যালসল বলেন, ‘আমরা সবাই জানি শ্রীলঙ্কা সময়ই একটি শক্তিশালি দল। তারা কেমন খেলতে পারে সেটাও আমাদের জানা আছে। তাই লঙ্কানদের বিপক্ষে জয় পেতে হলে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে সাকিব-তামিমদের।’

বাংলাদেশের  সহকারি কোচ বলেন, ‘আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে দেখেছি যখন ওরা ভারতকে হারালো। যদিও সম্প্রতি তারা ভালো খেলছে না। তার মানে এই না এই ম্যাচে তারা ভালো খেলবে না। ওদের অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাকমল খুবই অভিজ্ঞ। খুবই ভালো সাইড তারা। হাথুরুর মতো ভালো কোচও পেয়েছে তারা।’

গত কয়েক বছর ধরেই ঘরের মাঠে শক্তিশালী বাংলাদেশ দল। যার প্রমাণ ইতিমধ্যেই পেয়েছে ক্রিকেট বিশ্ব। দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে দেশের ক্রিকেট। পাইপ লাইনে এখন অনেক খেলোয়াড় অপেক্ষা করছে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর।

এ প্রসঙ্গে রিচার্ড হ্যালসল বলেন, ‘আমাদের দলে অনেক বিকল্প খেলোয়াড়। প্রতিটি জায়গায় একাধিক বিকল্প আছে। যে কারণে মেহেদী মিরাজের মতো মেধাবী স্পিনারও একাদশে জন্য লড়ছে। পেস বোলারদের ক্ষেত্রেও একই অবস্থা। সাইফ, আবুল হাসানরা সুযোগের অপেক্ষায়। টিম সম্বনয়ের কারলে ব্যাটসম্যানদের জন্য একাদশে জায়গা পাওয়া আরও কঠিন। সৌম্য, ইমরুলদেরও লড়াই করতে হচ্ছে।’

সাকিব আল হাসান ও তামিম ইকবালরা দায়িত্ব নিয়ে খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে রিচার্ড হ্যালসল বলেন, ‘বাংলাদেশের পারফম্যান্সে আমি খুবই খুশি। সিনিয়রদের দায়িত্ব আমাকে মুগ্ধ করেছে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!