• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় ছন্দে ফিরবে বাংলাদেশ: নান্নু


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০১৭, ০৫:৪১ পিএম
শ্রীলঙ্কায় ছন্দে ফিরবে বাংলাদেশ: নান্নু

ঢাকা: চলতি বছরটা বেশ ব্যস্ততা দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। নিউজিল্যান্ড ও ভারত সফরের পর এবার টাইগারদের সামনে শ্রীলঙ্কা। আগামী মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে মাশরাফি-মুশফিকরা। চলতি মাসের ২৭ তারিখে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিবে লাল সবুজের দল। তার আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল নিয়ে দারুন আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।  

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের মতে শ্রীলঙ্কার বিপক্ষে আবারো ছন্দে ফিরবে বাংলাদেশ। জ্বলে উঠবে আপন শক্তিতে। এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নান্নু বলেন, ‘হোম কন্ডিশনে শ্রীলঙ্কা যথেষ্ঠ শক্তিশালী দল। ওদের হারানো মোটেও সহজ কথা নয়। তারপরেও আমার বিশ্বাস ওখানে যথেষ্ঠ ভালো করবে বাংলাদেশ। আমি মনে করি আমাদের দলের সেই যোগ্যতা আছে।’

শ্রীলঙ্কার উইকেট সাধারণত স্পিন সহায়ক। তবে টাইগারদের ১৬ সদস্যের ঘোষিত দলে রয়েছেন ৫ পেসার। এ প্রসঙ্গে নান্নু বললেন, ‘ওখানকার একেক মাঠের একেক কন্ডিশন। গলেতে সিম বোলিং কাজে দেয়। অন্যখানে স্পিনার ভালো করে। তবে আমরা জানিনা তারা কেমন উইকেট তেরী করবে। সীম উইকেটও তো তৈরী করতে পারে। সেক্ষেত্রে তো তিন পেসার মাঠে নামাতেই হবে। আবার ইনজুরির ব্যাপার আছে।’

প্রধান নির্বাচক বলেন, আমাদের একটা অনুশীলন ম্যাচ আছে সেখানে। শ্রীলঙ্কার কন্ডিশন কিন্তু আমাদের চেয়ে কিছুটা আলাদা। আগের একটা সিরিজে আমাদের পেসার রবিউল ইসলামকে নিয়ে একটা অভিজ্ঞতা আছে। ওখানে কিন্তু টেস্টের প্রথম দিন বোলিং করার পর কিন্তু দ্বিতীয় দিন বল হাতে নিতে পারেনি। মাসল ইনজুরিতে পড়ে গিয়েছিল।’

বাংলাদেশের পেসারদের দীর্ঘ সময় বল করে যাওয়ার ক্ষমতা কম আছে বলে উল্লেখ করে নান্নু বললেন,  ‘আমাদের পেস বোলারদের কিন্তু অনেক বেশি বল করার অ্যাবিলিটি কম আছে। এক্ষেত্রে অনুশীলন ম্যাচের পর কার কেমন ফিটনেস, কে খেলতে পারবে সেই চিন্তা করতে হয়েছে। আবার প্রথম টেস্টের পর পরের টেস্টে সেই বোলারদেরই খেলানো যাবে কিনা সেটাও ভাবতে হয়েছে।’

উল্লেখ্য,  শ্রীলঙ্কা সফরে ৭ই মার্চ গলে প্রথম টেস্ট খেলতে নামবে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ১৫ মার্চ, কলম্বোর পিসারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!