• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা; নিহত শতাধিক


আন্তর্জাতিক ডেস্ক মে ২৮, ২০১৭, ০৩:২৫ পিএম
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা; নিহত শতাধিক

ঢাকা: শ্রীলঙ্কায় মৌসুমী বৃষ্টিপাত থেকে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১০৩ জন নিহত হয়েছে। এতে  বাস্তুচ্যুত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। ফলে পানিবাহীত রোগে প্রকপ বেড়েছে।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বন্যা ও ভূমিধসে আরও ১১৩ জন নিখোঁজরয়েছে। বন্যাদুর্গতদের আশ্রয়ের জন্য ১৮৫টি আশ্রয় কেন্দ্র গঠন করা হয়েছে।

আগামী কয়েকদিনে আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থা পুরো দেশজুড়ে ছড়ি পড়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপণা কেন্দ্রের কর্মকর্তারা জানান, দক্ষিণপশ্চিমাঞ্চলের ১৪টি জেলায় বন্যায় প্রায় পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সকালেও দুর্গত এলাকা থেকে ১২ হাজারের বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।

গত সপ্তাহ থেকে শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ২০০৩ সালের পর গত বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!