• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনীর শুনানিতে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগের আবেদন


আদালত প্রতিবেদক ডিসেম্বর ১৮, ২০১৭, ০১:২৫ পিএম
ষোড়শ সংশোধনীর শুনানিতে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগের আবেদন

ঢাকা: সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ চেয়ে করা সংবিধানের ১৬তম সংশোধনী বাতিলের রিভিউ শুনানিতে আন্তর্জাতিক মানের তিনজন আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বার কাউন্সিলে বরাবর এ আবেদন করেন রিটকারী আইনজীবীদের মধ্যে একজন অ্যাডভোকেট এখলাছ উদ্দিন ভুইয়া।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি রাষ্ট্রপক্ষ আগামী এক সপ্তাহের মথধ্যে এ মামলার রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করবেন। মামলাটি জনগুরুত্ব পূর্ন। এজন্য আমরা তিনজন আন্তর্জাতিক মানের সংবিধান বিশেষজ্ঞ আইনজীবীর জন্য আবেদন করেছি। রেজিস্ট্রি ডাকযোগে তিনি এ আবেদন করেন।

ভারতীয় সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজ্ঞ অ্যাডভোকেট আগারওয়াল অনামিকা গুপ্তা, অ্যাডভোকেট আগারওয়াল আমবুজ, ও অ্যাডভোকেট অধিমোলাম ভেঙকটারমনকে নিযোগের অনুমতি চাওয়া হয়। আবেদন পাওয়ার ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!