• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনীর রায় পুনর্বিবেচনার আবেদন


আদালত প্রতিবেদক ডিসেম্বর ২৪, ২০১৭, ১২:৪৩ পিএম
ষোড়শ সংশোধনীর রায় পুনর্বিবেচনার আবেদন

ফাইল ছবি

ঢাকা: সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা রায় পুনর্বিবেচনার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার (২৪ ডিসেম্বর) সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদনটি দায়ের করা হয়।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বর্তমান সরকারের আমলে সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন।

গত বছরের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ৪ জানুয়ারি আপিল করে। শুনানি শেষে ১৩ জুলাই আপিল বিভাগ সর্বসম্মতিতে ওই আপিল খারিজ করে রায় দেন। পূর্ণাঙ্গ রায় গত ১ আগস্ট প্রকাশিত হয়।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!