• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংখ্যালঘু সম্প্রদায়ে শান্তি ফিরিয়ে আনুন: বার্নিকাট


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৮, ২০১৬, ১১:৪৮ এএম
সংখ্যালঘু সম্প্রদায়ে শান্তি ফিরিয়ে আনুন: বার্নিকাট

ঢাকা: দেশে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় তিনি এ আহ্বান জানান।

টুইটারে তিনি লেখেন, ‘সহিংসতাকারীদের বিচার করে সম্প্রদায়ে শান্তি ফিরিয়ে আনুন’। তবে এক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেছেন তিনি।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক বাড়িঘরে ভাঙচুর-লুটপাট চালানো হয়। এরপর তিন দফায় সেখানকার হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের ওপর এই হামলার পর ভারতসহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধিরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নে সাঁওতালদের ওপর হামলার ঘটনা ঘটে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!