• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংখ্যালঘু সুরক্ষা আইন দাবি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০১৬, ০৭:১১ পিএম
সংখ্যালঘু সুরক্ষা আইন দাবি

ঢাকা: ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু লইয়ার্স অর্গানাইজেশন (বিএইচএলও)। শনিবার (১৯ নভেম্বর)  জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন সংগঠনটি৷ একইসঙ্গে মানববন্ধনে সংগঠনটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিও জানায়।

মানববন্ধনে  বক্তারা নাসিরনগর ও গোবিন্দগঞ্জসহ সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান ভাংচুর, সংখ্যালঘুদের অত্যাচার ও নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বক্তারা  বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার ও মন্দির সরকারি খরচে পুনর্নিমাণ ও পূনর্বাসন করতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা খুব জরুরি। এ সময় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিও জানায় সংগঠনটি। আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট নারায়ন চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের  অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!