• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংলাপ করতে বাধ্য হবে সরকার


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০১৭, ০৮:৪২ পিএম
সংলাপ করতে বাধ্য হবে সরকার

ঢাকা: রাজনীতির গতিতে সরকার দেশের সংকট নিরসনে সংলাপের আয়োজন করতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, রাজনীতি একটা গতিশীল বিজ্ঞান। এই গতিশীল এমন একটা পর্যায়ে যাবে, তখন আপনারা সংলাপের আয়োজন করার জন্য বাধ্য হবেন। আর যদি না করেন, এর জবাব আপনারা রাজপথ থেকে পাবেন। সেই দাবি বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে আদায় করবে।

বৃহস্পতিবারের (৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের সমালোচনা করে মওদুদ বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে, বাংলাদেশে ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করে তিনি ক্ষমতায় থাকতে চান। অর্থাৎ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আর দরকার নাই এবং ভোটকেন্দ্রে আসার দরকার নেই। ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় আসার যে তাদের পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাটাই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি তার বক্তব্যে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!