• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংলাপ কেন, কোন প্রয়োজনে?


নিজস্ব প্রতিবেদক জুলাই ২০, ২০১৮, ০২:৩২ পিএম
সংলাপ কেন, কোন প্রয়োজনে?

ঢাকা: বিএনপি ইচ্ছা করে না আসলে আমরা কী করবো? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- আমরা কাউকে টেনে আনবো না নির্বাচনে।

শুক্রবার (২০ জুলাই) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও বুকস্টল উদ্বোধন করে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, ‘সংলাপ কেন? কোন প্রয়োজনে? নির্বাচন হতে তো কোনো অসুবিধা নেই। নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন।

জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তবে, আওয়ামী লীগ একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আফম বাহাউদ্দিন নাসিম প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!