• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংলাপের তথ্য প্রকাশে কঠোর গোপনীয়তা বিএনপির


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৮, ২০১৬, ০২:১০ পিএম
সংলাপের  তথ্য প্রকাশে কঠোর গোপনীয়তা বিএনপির

বর্তমান সময়ের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত ইস্যু হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন। এ নিয়ে রাষ্ট্রপতির কাছে আবেদনের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ। তথ্য সংগ্রহে সংবাদকর্মীরা দৌড়াচ্ছেন নেতাদের বক্তব্য নেওয়ার জন্য।

এতদিন বিএনপির সাংগঠনিক যেকোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই গণমাধ্যমে পৌঁছালেও বর্তমানে তথ্য প্রকাশের ক্ষেত্রে হঠাৎ সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)। সর্বশেষ নির্বাচন কমিশন তথা ইসি গঠনের আগে সার্চ কমিটিতে প্রস্তাবিত সদস্যদের নামসহ নানা বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করছে দলটি।

জানা গেছে, তথ্য প্রকাশের ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কড়া নিষেধাজ্ঞার কারণে শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা অনেকটাই সতর্ক হয়েছেন।

সূত্রমতে, বিএনপি চেয়ারপারসন দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী পর্যায়ের নেতাদের নিয়ে বৈঠক শেষ করার আগেই আলোচনার সারবস্তু ফাঁস হয়ে যেত। এমনও হয়েছে খালেদা জিয়া যখন বৈঠক করতেন তখন সেখানে উপস্থিত নেতাদের মোবাইল জমা রাখা হতো। তবে সেই চিত্র বর্তমানে অনেকটাই বদলে গেছে। ছোটখাটো তথ্য প্রকাশেও কঠোর গোপনীয়তা অবলম্বন করছেন বেশিরভাগ নেতা।

জানা গেছে, দলীয় চেয়ারপার্সনের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্য প্রকাশে এই সাবধানতা অবলম্বন করছেন বিএনপি নেতাকর্মীরা।

সম্প্রতি রাষ্ট্রপতির সংলাপে বিএনপির প্রতিনিধি দলের বঙ্গভবনে যাওয়া নিয়ে গোপনীয়তা অবলম্বন করে দলটি। পরে অবশ্য চিঠি পৌঁছানোর পর গণমাধ্যমে সংবাদ জানানো হয়।

পরবর্তীতে বিএনপির প্রতিনিধি দলে মূলত কারা থাকবেন সেটা নিয়েও গোপনীয়তা রক্ষা করা হয়। খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিনিধি দল বঙ্গভবনে যাবে দলের পক্ষ থেকে এমন তথ্য জানানো হলেও প্রতিনিধি দলের বাকী সদস্যদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ফলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করে গণমাধ্যম। তবে সেই তালিকার সত্যতা স্পষ্ট হবে রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মূলত কারা অংশ নেন তা দেখার পর।

এদিকে ইসি গঠনের আগে সার্চ কমিটিতে কাদের নাম প্রস্তাব করা হবে এ নিয়েও অন্ধকারে রেখেছে বিএনপি। এ বিষয়ে ধারণা করে নানা সংবাদ প্রকাশিত হলেও সত্যিকারার্থে প্রস্তাবিত নামগুলো জানা যাবে রাষ্ট্রপতির কাছে জমা দেয়ার পরই।

এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বৈঠকে কি আলোচনা হবে, সার্চ কমিটিতে করা থাকবেন মহাসচিব জানাবেন। অধৈর্য হওয়ার কিছুই নেই। যথাসময়ে জানানো হবে।

সার্চ কমিটি নিয়ে রাষ্ট্রপতি সুনির্দিষ্টভাবে কারও নাম জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তা জানানো হতে পারে, আবার পরদিনও আমরা ওনার কাছে তা পৌঁছে দিতে পারি বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!