• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কী হবে: প্রধান বিচারপতি


আদালত প্রতিবেদক মে ২৫, ২০১৭, ১১:৪১ এএম
সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কী হবে: প্রধান বিচারপতি

ঢাকা: জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে তখন কিভাবে বিচারপতি অপসারণ করা হবে এমন প্রশ্ন রেখে আপিল বিভাগ বলেছেন বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে।

বৃহস্পতিবার (২৫ মে) অ্যামিকাস কিউরি হিসেবে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের মতামত উপস্থাপনের সময় এমন প্রশ্ন তোলেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চে আজ সপ্তম দিনের মতো শুনানি শুরু হয়।

শুনানিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, শাসনতন্ত্রের সবচেয়ে পবিত্র আইন তারা সংরক্ষণ করেন। এখানে এমন কিছু সন্নিবেশিত করা হলো, যাতে শূন্যতা সৃষ্টির সুযোগ আছে! কারও (বিচারক) বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা (সংসদে) না থাকলে তখন কী হবে (বিচার বিভাগের)! এটি ভাবিয়ে তুলেছে।

আদালত বলেন, এখন না হয় সংখ্যাগরিষ্ঠতা আছে। কিন্তু কোনো সময় সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকে। যদি হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়। তাহলে কি হবে? কিভাবে অপসারণ করা হবে?। তখন তো একটা ভেকুয়াম (শুন্যতা) সৃষ্টি হবে।

জবাবে রোকনউদ্দিন মাহমদ বলেন, আমার লিখিত সাবমিশনে এটা আছে। আমি নিজেও এ প্রশ্ন রাখছি।

ষোড়শ সংশোধনী আপিল শুনানিতে ১২ অ্যামিকাস কিউরির মধ্যে তিনজন অ্যামিকাস কিউরি তাদের বক্তব্য উপস্থাপন করছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!