• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় আ.লীগ


কুষ্টিয়া প্রতিনিধি ফেব্রুয়ারি ৩, ২০১৮, ০৬:২৫ পিএম
সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় আ.লীগ

কুষ্টিয়া: নির্বাচন কমিশনের বক্তব্যে যুক্তিসংগত মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ সব সময় চেয়েছে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে।

তিনি বলেন, নির্বাচন কমিশন বলেছে সকল দলের অংশগ্রহন নির্বাচনমূলক হলেই সকলের কাছে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে। আগামী নির্বাচনে বিএনপিসহ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলে একটি উৎসবমুখর  পরিবেশ তৈরি হবে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া ইসলামীয়া কলেজ চত্ত্বরে কর্মী সমাবেশের অনুষ্ঠানে যোগদিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ।

হানিফ বলেন, বিএনপি একটি নষ্ট পঁচা, রাজনৈতিক দল। কোনো আইন বা বিচার বিএনপির বিপক্ষে গেলেই তারা সেটা নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির অন্যায়ের বিচার করতে গেলেই তারা মিথ্যাচার শুরু করেন।  

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর সঞ্চলনায় সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠানিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্য নির্বাহী সদস্য এসএম কামাল, পারভিন জামান কল্পনা।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারন সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোনালনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!