• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সচিব হলেন ছয় কর্মকর্তা


নিজস্ব প্রতিবেদক জুন ১৪, ২০১৬, ০১:৩৩ পিএম
সচিব হলেন ছয় কর্মকর্তা

প্রশাসনের অতিরিক্ত ৬ সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (১৪ জুন) আদেশ জারি করা হয়। ভারপ্রাপ্ত সচিবের মর্যাদায় দায়িত্ব পালন করছিলেন এ ৬ অতিরিক্ত সচিব। পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর দু’টি আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সচিব (ভারপ্রাপ্ত সচিব মর্যাদায়) মো. নুরুন্নবী তালুকদার, নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আশোক মাধব রায়, মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এম এন জিয়াউল হক, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব মর্যাদায়) মুহাম্মদ আবদুল্লাহ।

পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর দু’টি আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এ নিয়ে বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিব ও সচিবের সংখ্যা হলো ৭৫ জন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!