• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘সঠিক পথেই আছে বিএনপি’


নিজস্ব প্রতিবেদক মে ৩০, ২০১৬, ১২:৫০ পিএম
‘সঠিক পথেই আছে বিএনপি’

বিএনপি সঠিক পথেই রয়েছে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নিন্দুকেরা বলছে, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে। মূলত বিএনপি জিয়াউর রহমানের আদর্শ নিয়েই চলছে এবং তার আদর্শকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্যই তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘ভোটাবিহীন সরকারের এই ষড়যন্ত্র সফল হবে না। বিএনপি জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সফল হবেই।’

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ’৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। তার ডাকে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিল। ’৭৫ পরবর্তীতে সময়ে সকলকে সঙ্গে নিয়ে হারানো গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন জিয়াউর রহমান।’

এ সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসূফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ডা. জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, অর্থনীতিবিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা অবিস্মরণীয় হয়ে আছে। ‘জেড ফোর্স’ এর অধিনায়ক হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেন তিনি। ’৭৫ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তিনি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদৎবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!