• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘সঠিক সময়েই বাংলাদেশে আসবে স্মিথরা’


ক্রীড়া প্রতিবেদক জুলাই ২৮, ২০১৭, ০২:৩৯ পিএম
‘সঠিক সময়েই বাংলাদেশে আসবে স্মিথরা’

ঢাকা: অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর এখনও সূতায় ঝুলছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে ক্রিকেটারদের ঝামেলা মিটমাট হয়নি। তাই অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর করবে কি-না নিশ্চিত নয়। অবশ্য রুটিন কাজ কিন্তু চলছে। যেমন অস্ট্রেলিয়া কোনো সফরে গেলে তার আগে প্রতিনিধি দল সেই দেশ সফর করে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়ার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

ঢাকা ও চট্টগ্রাম ভেন্যু পরিদর্শন করে প্রতিনিধি দলটি সন্তুষ্টির কথাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে। তারা দেশে ফিরে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারদের কাছে ‘ইতিবাচক’ রিপোর্টই জমা দেবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম ম্যানেজার গেভিন ডুভের কথায় তাই ফুটে উঠল, ‘ অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর উপলক্ষে আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা দেখে আমরা সন্তুষ্ট। নিরাপত্তাজনিত কোনো বিষয় নিয়ে আমাদের আপত্তি নেই। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঢাকা ও চট্টগ্রামের ভেন্যুর প্রস্তুতি ও সার্বিক সুযোগ-সুবিধা দেখেও আমরা খুশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।’

এরপর তিনি যোগ করেন,‘ঘরের মাঠে টেস্ট সিরিজ আয়োজনে কোনও ধরনের কমতি রাখেনি বিসিবি। দেশে ফিরে আমরা অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক রিপোর্টই দেব। আশা করছি, সঠিক সময়েই বাংলাদেশ সফরে আসবে স্মিথ-ওয়ার্নাররা। এই সফর নিয়ে কোনও বাধা দেখছি না।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ঝামেলা মিটলে ১৮ আগস্ট ঢাকায় আসার কথা স্মিথ-ওয়ার্নারদের। টেস্টের ময়দানি লড়াইয়ের আগে তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। এরপর প্রথম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট, মিরপুরে। দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!