• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সদ্য বয়ঃপ্রাপ্ত তারা


ফিচার ডেস্ক জানুয়ারি ১৬, ২০১৮, ১২:১৫ পিএম
সদ্য বয়ঃপ্রাপ্ত তারা

ফাইল ছবি

ঢাকা: জানুয়ারি মাসের দ্বিতীয় সোমবার আসলেই জাপানের রাস্তা ও বিনোদন কেন্দ্রগুলোতে দেখা মিলবে রঙচঙে কিমোনো পরা মেয়েদের। তাদের মধ্যে কালো কোট-প্যান্ট পরা ছেলেদের দেখায় এক রকম প্রজাপতির ঝাঁকে সাদা বকের গায়ে কালো কাপড় জাড়ানো মত। এটা কিন্তু বছরে একবারই দেখা মিলবে। এই উৎসবের নাম সেইজিন নো হাই।

সেইজিন নো হাই হলো- আগের বছরের ২ এপ্রিল থেকে নতুন বছরের পয়লা এপ্রিলের মধ্যে যেসব ছেলে-মেয়ের বয়স বিশ বছর হচ্ছে, তাদের জন্যই এই উৎসব।

বয়ে চলেছে ঐতিহ্যের ধারা...
রঙচঙে কিমোনো পরা মেয়েদের প্রজাপতির মতো দেখায় – সঙ্গে হাতব্যাগ থাকা চাইই চাই। ছেলেদের কালো কোট-প্যান্ট পরলেই চলে, তবে কখনো কখনো তাদের কিমোনো পরা অবস্থাতেও দেখা যায়।

বড় হওয়ার বড় জ্বালা
‘হুঁকোমুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নেই, দেখেছ?’ সুন্দর সাজগোজ করা মেয়েদের হঠাৎ এমন গোমড়া মুখ কেন? আর কেন, মেয়র সাহেব সমাজের প্রতি তরুণ প্রজন্মের কর্তব্য নিয়ে লেকচার দিচ্ছেন বলে। সেই সুযোগে অনেকে মেলটা চেক করে নিচ্ছে...।

ছবিই যদি না উঠল...
...তো সাজগোজ করে লাভ? আনুষ্ঠানিক দিকটা শেষ হবার পর এবার নিছক মজা। সারি বেঁধে দাঁড়িয়ে আত্মীয়স্বজনকে ফটো তোলার সুযোগ দেয়া। বয়ঃপ্রাপ্তি বলে কথা, তার একটা প্রমাণ থাকবে না?

ট্রাফিক লাইটে ভিড়
খেয়াল করবেন, সামনের ভদ্রলোক বোধহয় বেরিয়েছেন অফিসের কাজে – স্পষ্টতই তার নিজের সেইজিন নো হাই উৎসব অনেক বছর আগেই সমাপ্ত হয়েছে। কাজেই সেইজিন-শিকি অনুষ্ঠান থেকে সদ্য মুক্তি পাওয়া কিমোনো পরিহিতাদের দলে তিনি যেন হংসমধ্যে বক যথা। পিছনে কালো সুট পরা দুই তরুণ কিন্তু নিজেরাই নভিস।

একটু ছেলেমানুষি না হলে চলে?
প্রাপ্তবয়স্ক জীবনের গুরুত্ব ও দায়িত্ব নিয়ে কর্তাব্যক্তিদের বক্তৃতা শোনার পর নাগরদোলায় চেপে একটু ছেলেমানুষি করে নিলে দোষ কি?

স্মার্টফোন কী বলে?
সাজগোজ হলো, সেইজিন-শিকি হলো, অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে মজা করা হলো– কিন্তু স্মার্টফোনের ছবি সব ঠিকঠাক উঠেছে তো? এস্ক্যালেটর দিয়ে সাবওয়েতে নামার সময় সেটা একবার চেক করে নেয়া দরকার...।

আধুনিকা কে বা কারা?
১৯৪৮ সাল থেকে সেইজিন নো হাই জাপানে একটি সরকারি ছুটির দিন। কিমোনো পরা তরুণীদের মধ্যে জিনস আর কালো ওভারকোট পরা প্রবীণা সম্ভবত তার নিজের সেইজিন নো হাই-এর স্মৃতিচারণে মগ্ন। সূত্র: ডিডাব্লিউ

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!