• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সন্তানকে উত্ত্যক্ত করলে জেলে যাবে বাবা-মা!


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৫, ২০১৭, ০৫:২১ পিএম
সন্তানকে উত্ত্যক্ত করলে জেলে যাবে বাবা-মা!

প্রতীকী ছবি

ঢাকা: সম্প্রতি আমেরিকার নিউইয়র্কে একটি আইন পাস হয়েছে। সেই আইনে বলা হয়েছে, কোনো শিশুকে অন্য কোনো শিশু উত্ত্যক্ত করলে অভিযুক্ত শিশুকে শাস্তির আওতায় আনা হবে।

এ ক্ষেত্রে শাস্তি হিসেবে উত্ত্যক্তকারী শিশুর মা-বাবাকে কারাভোগ করতে হবে। পশ্চিম নিউইয়র্কের নিয়াগারা কাউন্টিতে গত ১ অক্টোবর এ ধরণের একটি আইন পাস হয়েছে। নিয়াগারা কাউন্টির নর্থ তোনাওয়ান্ডা কমন কাউন্সিল এ আইন পাস করে।

এ ব্যাপারে কাউন্সিলের সদস্যরা বলেন, এ আইনের মাধ্যমে সন্তানের বিষয়ে মা-বাবাকে সচেতন করে তুলবে, যা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রমবর্ধমান বুলিং বা উত্ত্যক্তকরণের সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

এছাড়া শহরের যেকোনো আইন ভঙ্গ করলে ১৮ বছরের কম বয়সী শিশুদের মা-বাবাকে আড়াইশ’ ডলার জরিমানা ও ৯০ দিনের মধ্যে সর্বোচ্চ দুবারে মোট ১৫ দিন কারাভোগ করতে হবে।

নর্থ তোনাওয়ান্ডা কর্তৃপক্ষ এনবিসি নিউজকে জানায়, বর্তমানে শিশুদের মধ্যে উত্ত্যক্ত করার ঘটনা অনেক বেড়ে যাওয়াতেই এ ধরণের একটি আইন করতে হয়েছে। যা এসব অপরাধ মোকাবিলায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!