• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্ধ্যায় সার্বিয়ার মুখোমুখি নাভাসের কোস্টারিকা


ক্রীড়া ডেস্ক জুন ১৭, ২০১৮, ০১:০৫ পিএম
সন্ধ্যায় সার্বিয়ার মুখোমুখি নাভাসের কোস্টারিকা

ঢাকা: বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে গিয়েছিল কোস্টারিকা। নিশ্চিতভাবেই ওই হার তাদের আত্মবিশ্বাসে চিড় ধরিয়ে থাকবে। রোববার কোস্টারিকা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে সার্বিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সার্বিয়া দলে এক ঝাঁক ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার নেমানইয়া মাতিচ, সাউদাম্পটনের প্লে-মেকার দুসান তাদিচ, ফুলহ্যামের আলেকজান্ডার মিত্রোভিচ-তালিকাটা সত্যিই দীর্ঘ। সঙ্গে রয়েছেন প্রিমিয়ার লিগের দুই সাবেক ব্রানিস্লাভ ইভানোভিচ ও আলেকজান্ডার কোরলারভ। এই দু’জন দুই প্রান্তের দুই সাইডব্যাক। আর মাঝমাঠে মাতিচের সঙ্গে থাকছেন লাজিওর ‘মহামূল্যবান’ ফুটবলার সের্গেজ মিলিনোকোভিচ।

এত ভারী নামের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে সদ্য হ্যাটট্রিক করা রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাসের কাজটা খুবই কঠিন সন্দেহ নেই। কোস্টারিকার থাকার মধ্যে স্ট্রাইকার ব্রায়ান রুইজ। যিনি এক সময় ফুলহ্যামেও খেলেছেন।

সার্বিয়া নির্ভরশীল তাদের তরুণ ব্রিগেডের ওপর। তাদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ী দলের অনেকেই এবার খেলছেন সিনিয়র দলে (নয় জন)। বিশ্বকাপের মতো মঞ্চে অভিষেকের সামনে দাঁড়িয়ে থাকলেও তাঁদের প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই।

পাশাপাশি বেলজিয়ামের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রুইজের গোলে কোস্টারিকা ১-০ গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত তারা ৪ গোল হজম করে। জোড়া গোল করেছিলেন রোমেলু লুকাকু। এদিকে, বৃহস্পতিবার অনুশীলনে আসেননি নাভাস। কোস্টারিকার সমর্থকেরা যা নিয়ে বিস্তর উদ্বেগে ছিলেন। তবে কোচ অস্কার রামিরেজ অবশ্য তাঁদের আশ্বস্ত করে জানিয়েছেন, ভয়ের কারণ নেই। সামান্য চোট থাকায় তাঁকে অনুশীলনে নামানোর ঝুঁকি নেওয়া হয়নি।    

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!