• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সন্ধ্যায় ২০ দলীয় জোটের বৈঠক


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০১৮, ০৪:০০ পিএম
সন্ধ্যায় ২০ দলীয় জোটের বৈঠক

ঢাকা : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্যফ্রন্টসহ নানা বিষয়ে আলোচনা করতে সোমবার (১৫ অক্টোবর) বৈঠকে বসবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। সন্ধ্যা সাড়ে ৬ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে জোটের শরিক দলগুলোর নেতারা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

জোট সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধান আলোচন্য থাকবে বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের বিষয়টি। এই নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে জোটের শরিকদের কাছে বিএনপি তার অবস্থান তুলে ধরবে।

জোটের একটি দলের চেয়ারম্যান বলেন, ‘বিএনপির সঙ্গে অন্যান্য দলের ঐক্য নিয়ে জোটের মধ্য কয়েকটা দলের কিছুটা মান-অভিমান রয়েছে। এছাড়াও আগামী নির্বাচন নিয়েও বিএনপির সঙ্গে একটা ফয়সালা করতে চায় ২০ দলীয় জোটের শরিকরা। আজকের বৈঠকে এসব বিষয়ই মূলত আলোচনার বিষয়বস্তু থাকবে।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!