• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সপরিবারে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০১৮, ০৯:৪৬ পিএম
সপরিবারে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী

ঢাকা: বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস প্রাথমিক পর্যায়ে উত্তরণ করায় ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা। বৃহস্পতিবার (২২ মার্চ) সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দীর্ঘ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানের শুরুতেই ঢোলের তালে তালে শিল্পীরা নৃত্য করতে করতে মাঠে প্রবেশ করেন। শুরু হয় ৫০ জন বংশী বাদকের সুরে বাংলার চিরচেনা গানের সুর। এরপর শিল্পকলা একাডেমির শিল্পীরা ‘এ মাটি তো নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ পরিবেশন করেন।

দোতারার সুরে আবহমান সংগীতের সুর তোলেন বাদক দল। তারা লালনের দুটি গানের সুর বাজান। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হওয়ার পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশকে ২০১৫ সালে নিম্নমধ্যম আয়ের স্বীকৃতি দেয় বিশ্বব্যাংক। শর্ত পূরণ করায় উন্নয়নশীল দেশ হতে আবেদন করার যোগ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। আগামী ৩ বছর বাংলাদেশকে পর্যবেক্ষণ করা হবে। এসময় অর্থনৈতিক ও রাজনৈতিক টেকসই দেখা হবে। ২০২১ সালে ফের বৈঠক হবে, তারপরে উন্নয়ন অব্যাহত থাকলে ২০১৪ সালে আসতে পারে উন্নয়নশীল দেশ হওয়ার মর্যাদার ঘোষণা।

বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলে ২০২৭ সাল পর্যন্ত বৈশ্বিক সুবিধাগুলো পাবে। তারপরে সব আর্থিক সুবিধা বন্ধ হয়ে যাবে। তখন উচ্চ সুদে ঋণ নিতে হবে আর্থিক উন্নয়ন সংস্থাগুলো থেকে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!