• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সপ্তাহের ব্যবধানে ফের বাড়ল ডিমের দাম


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৭, ২০১৮, ০৫:৪৫ পিএম
সপ্তাহের ব্যবধানে ফের বাড়ল ডিমের দাম

ঢাকা: রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যধানে আবারো বেড়েছে ডিমের দাম। গত সপ্তাহেও প্রতি ডজন ডিম ৯৫ টাকায় বিক্রি হলেও শুক্রবার (২৭ জুলাই) বিক্রি হচ্ছে ১০৫ টাকায়।

সাধারণ ক্রেতাদের অভিযোগ, বাজারে নজরদারি না থাকার কারণে ডিমের দাম এভাবে দফায় দফায় বাড়ছে।

এদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, রোজার পর ডিমের চাহিদা খুব বাড়ায় এবং চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম।

এদিকে ডিমের পাশাপাশি অস্বাভাবিক হারে বেড়েছে লাল লেয়ার মুরগির দাম। রোজার সময় ১৭০ টাকা কেজি বিক্রি হওয়া লাল লেয়ার মুরগির দাম এখন বেড়ে দাঁড়িয়েছে আড়াইশ’ টাকায়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, এক মাসের ব্যবধানে ডিমের দাম ৩ দফা বেড়েছে। আর রোজার পর কমপক্ষে পাঁচ দফা বেড়েছে ডিমের দাম। অথচ রোজার সময় ডিমের দাম কয়েক দফা কমে গিয়েছিল। তবে ঈদের পর থেকেই অস্বাভাবিক হারে বাড়তে থাকে ডিমের দাম।

শুক্রবার (২৭ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি ডজন ডিম ১০৫-১১০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। এক সপ্তাহ আগেও এসব ব্যবসায়ীরা ডিমের ডজন বিক্রি করেছেন ৯৫ টাকা। আর রোজার সময় বিক্রি করেছেন ৭০ টাকা ডজন।

খুচরা পর্যায়ে মুদি দোকানে এক পিস ডিম বিক্রি হচ্ছে ১০-১১ টাকায়। আর হালি হিসাবে বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকা। এসব ব্যবসায়ীরা ডিমের ডজন বিক্রি করছেন ১১৫-১১৮ টাকা। অথচ এক সপ্তাহ আগেও খুচরা দোকানগুলোতে ১০৫ টাকা ডজন ডিম পাওয়া গেছে। আর এক হালি পাওয়া গেছে ৩৫ টাকায়।

বর্তমানে ডিমের যে দাম দাঁড়িয়েছে, এমন বেশি দামে রাজধানীতে কতদিন আগে বিক্রি হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ব্যবসায়ীরা। তবে একাধিক ব্যবসায়ী বলেছেন কয়েক বছরের মধ্যে ডিমের দাম এত বাড়েনি।

খিলগাঁওয়ের ব্যবসায়ী মো. জয়নাল বলেন, আমি পাঁচ বছরের ওপরে ডিমের ব্যবসা করছি। এখন যে দামে ডিম বিক্রি করছি, এত বেশি দামে এর আগে কখনও বিক্রি করিনি। এর আগে সর্বোচ্চ ৯০ টাকা ডজন ডিম বিক্রি করেছি। আর এখন বিক্রি করছি ১০৫ টাকা ডজন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!