• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সফলতা লাভের জিকির ‘আল-মুতাকাব্বিরু’


ধর্ম ডেস্ক সেপ্টেম্বর ৫, ২০১৬, ০৪:৪৪ পিএম
সফলতা লাভের জিকির ‘আল-মুতাকাব্বিরু’

আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْمُتَكَبِّرُ) ‘আল-মুতাকাব্বিরু’। যার অর্থ হলো ‘অত্যন্ত সম্মানিত; গৌরবান্বিত’ এ নামটি কুরআনে বর্ণিত আল্লাহ তাআলার একটি গুণবাচক নামের মধ্যে একটি। এ নামের রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত। মানুষের সম্মান বৃদ্ধি, মর্যাদা লাভ এবং সফলতা লাভের উদ্দেশ্যে এ নামের জিকির বা আমল করলে আল্লাহ তাআলা পূর্ণ করে দেন।

আলমটি হলো-

উচ্চারণ : আল-মুতাকাব্বিরু।

অর্থ : অত্যান্ত সম্মানিত বা হে গৌরবান্বিত।

ফজিলত
যে ব্যক্তি সব সময় গুণবাচক নাম (اَلْمُتَكَبِّرُ) ‘আল-মুতাকাব্বিরু’-এর জিকির করেন; তাঁর সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় এবং উন্নতি লাভ হয়।

যে ব্যক্তি স্ত্রী সহবাসের পূর্বে এ পবিত্র গুণবাচক নাম (اَلْمُتَكَبِّرُ) ‘আল-মুতাকাব্বিরু’- ১০ বার পাঠ করবে; আল্লাহ তাআলা তাকে সৎ সন্তান দান করবেন।

যে ব্যক্তি স্ত্রী সহবাসের পূর্বে এ পবিত্র গুণবাচক নাম (اَلْمُتَكَبِّرُ) ‘আল-মুতাকাব্বিরু’-১০০ বার পাঠ করবে; আল্লাহ তাআলা তাকে ভাগ্যবান সু-সন্তান দান করবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সম্মান, মর্যাদা, উন্নতি ও নেক সন্তান লাভের জন্য নিয়মিত আল্লাহ তাআলার এ গুণবাচক নাম (اَلْمُتَكَبِّرُ) ‘আল-মুতাকাব্বিরু’-এর জিকিরের আমল করার তাওফিক দান করুন। আমিন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!