• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সব দলের মতামত নিয়েই ইভিএম ব্যবহার


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৬, ২০১৮, ০৬:২৬ পিএম
সব দলের মতামত নিয়েই ইভিএম ব্যবহার

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, সকল রাজনৈতিক দলের মতামত নিয়েই ইভিএম ব্যবহার করা হবে। আগামী নির্বাচনে ৩০০ আসনে ইভিএম ব্যবহারের সম্ভাবনা নেই। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধিত হলে সীমিত আকারে ইভিএমের ব্যবহার হবে।

শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে সিলেটে উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে চলমান উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএমের মাধ্যমে প্রতীকী ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে ফলাফলও ঘোষণা করেন সিইসি। তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলা বৃহস্পতিবার সকালে শুরু হয়।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জামানসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!