• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সব মসজিদে একই নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান


নিউজ ডেস্ক মে ২৫, ২০১৭, ০৯:৫১ পিএম
সব মসজিদে একই নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান

ঢাকা: পবিত্র রমজানে সকল মসজিদে একই পদ্ধতিতে কুরআন খতমের জন্য মসজিদের ইমাম, কমিটি, মুসল্লিসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

খতম তারাবিতে প্রথম ৬ দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে কুরআন তিলাওয়াতের মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরে কুরআন খতমের জন্য এ অনুরোধ জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন বলেন, রমজানে একেক মসজিদে একেকভাবে খতম তারাবি পড়ানো হলে মুসল্লিরা অন্য স্থানে গেলে তারাবির ধারাবাহিকতা নষ্ট হয়। ফলে মুসল্লিদের মধ্যে অতৃপ্তি ও মানসিক চাপ তৈরি হয়। কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। এ কারণে রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র লাইলাতুল কদরে কুরআন খতম করা সম্ভব।

সোমবার চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। আর তারাবিহ নামাজ শুরু হচ্ছে সোমবার রাত থেকে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!