• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘সব হত্যাকাণ্ডের খুনিদের ধরা হবে’


নিজস্ব প্রতিনিধি জুন ৮, ২০১৬, ০৯:৫২ পিএম
‘সব হত্যাকাণ্ডের খুনিদের ধরা হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অনেকে বলছে পুলিশের মনোবল ভেঙে গেছে, তবে আমি বলবো পুলিশের মনোবল ভাঙেনি বরং পুলিশ বাবুল আক্তারের স্ত্রীর খুনিদের ধরার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। টার্গেট কিলিং বন্ধে প্রিঅ্যাকটিভ গোয়েন্দা নজরদারি বাড়ানোর চেষ্টা চলছে। শুধু বাবুল আক্তারের স্ত্রীই নয় সব হত্যাকাণ্ডের খুনিদের ধরা হবে।

বুধবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দফতর আয়োজিত ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

গত কয়েকদিনের বেশকিছু টার্গেট কিলিংয়ের পর দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিত কেমন আছে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের মনোবল ভেঙে যায়নি। খুনিদের ধরার বিষয়েটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে পুলিশ। খুনিরা দেশকে অস্থিতিশীল করতে চায়, যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করতে চায়।

বাবুল আক্তারকে সৎ ও নির্ভীক পুলিশ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনকার হত্যাকাণ্ডগুলোতে মোটরসাইকেলের ব্যবহার দেখে আমরা এর ব্যবহার নিয়ন্ত্রণের ব্যাপারে চিন্তাভাবনা করছি। গোয়েন্দা বাহিনীর সদস্যরা বসে নেই তারা কাজ করছে। সন্দেহভাজনদের আটক ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম
 

Wordbridge School
Link copied!