• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সবজির বাজার স্থিতিশীল, বেড়েছে মাছের দাম


নিজস্ব প্রতিবেদক জুন ২৪, ২০১৬, ০২:৪৩ পিএম
সবজির বাজার স্থিতিশীল, বেড়েছে মাছের দাম

বাজার মনিটরিংয়ের কারণে রাজধানীর কাঁচা বাজারগুলোতে সবজির দাম স্থিতিশীল রয়েছে রমরমা রোজার শুরু থেকেই। এছাড়া সরবরাহ ভাল থাকায় প্রায় সব কাঁচাবাজারেই শাক সবজির দাম অন্যান্যবারের চেয়ে এবার স্বাভাবিক রয়েছে।

গত কয়েকদিনে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মাছের দাম। ঈদকে সামনে রেখে বাড়তে শুরু করেছে মসলার দামও। সিটি করপোরেশনের নির্ধারিত দরে বিক্রি হচ্ছে মাংস।

তবে হঠাৎ করেই বেড়ে গেছে মাছের দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে ইলিশ মাছের। মাঝারি আকারের জোড়া ইলিশ বিক্রি হচ্ছে ১২০০টাকায়। হঠাৎ করে সরবরাহ কমে যাওয়ায় মাছের দাম বেড়ে গেছে বলে দাবি করছেন বিক্রেতারা।

গরু, খাসির মাংস বিক্রি হচ্ছে সিটি করপোরেশনে বেধে দেয়া দামেই। চাল, ডাল, ডিম আর ভোজ্যতেলের দামও রয়েছে স্থিতিশীল।

তবে গত সপ্তাহের তুলনায় বেড়েছে এলাচ, জিরাসহ মসলার মূল্য। ঘাটতি দেখা দিয়েছে খোলা বাজারের চিনিতেও। ফলে চাহিদা বেড়েছ প্যাকেটজাত চিনির।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!