• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সবার জন্য ‘প্রিজমা’ শিগগিরই


প্রযুক্তি ডেস্ক জুলাই ২৫, ২০১৬, ০২:১৪ পিএম
সবার জন্য ‘প্রিজমা’ শিগগিরই

গোটা বিশ্ব এখন প্রিজমা জ্বরে আক্রান্ত! গত কয়েক সপ্তাহ ধরেই নিজের ছবিকে পেইন্টিংয়ের রূপ দেয়া হচ্ছে এই প্রিজমা দিয়ে। প্রিজমা একটি বিশেষ ধরনের অ্যাপ, যা শুধু আইফোন গ্রাহকরাই ব্যবহার করছেন। তবে শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই অ্যাপটি উন্মুক্ত করা হবে।

প্রাথমিকভাবে আইওএসের জন্য উন্মুক্ত হওয়ায় প্রিজমাকে অনেকেই আইফোন অ্যাপ হিসেবে অবিহিত করেছেন। গত সপ্তাহে আমন্ত্রণের ভিত্তিতে কিছু সংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী অ্যাপটি ইনস্টল করেছেন। তবে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে শিগগিরই।

ছবিকে পেইন্টিং রূপ দেয়ার অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। আইফোন সংস্করণের সকল সুবিধা অ্যান্ড্রয়েড সংস্করণে দেওয়া হয়েছে। ভিডিওকে পেইন্টিং রূপ দেয়ার সুযোগও দেয়া হচ্ছে। শিগগিরই লাইভ ভিডিও সুবিধা আনা হবে বলে জানা গেছে। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি।

ক্লিকেই পেইন্টিং ছবি পাওয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠে এই অ্যাপ। ইতিমধ্যেই ৪০০ মিলিয়নের অধিক ছবি প্রিজমাতে পরিবর্তন করা হয়েছে। আইওএসে ১ কোটি ৬ লাখ বার অ্যাপটি ডাউনলোড হয়েছে।

এছাড়া নতুন এই অ্যাপটিতে প্রতিদিন সাড়ে ১৫ লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছে। প্রতিদিন ৭ লাখ বার অ্যাপটি ডাউনলোড হচ্ছে বলেও জানিয়েছে প্রিজমা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি
 

Wordbridge School
Link copied!