• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
জনগণের মুখোমুখি ৫ মেয়র প্রার্থী

সবার মুখেই পরিচ্ছন্ন খুলনা গড়ার অঙ্গীকার


খুলনা প্রতিনিধি এপ্রিল ২৯, ২০১৮, ১২:০৮ এএম
সবার মুখেই পরিচ্ছন্ন খুলনা গড়ার অঙ্গীকার

খুলনা : নগরী পরিচালনায় নিজস্ব চিন্তা-ভাবনা নিয়ে শনিবার (২৮ এপ্রিল) জনতার মুখোমুখি হন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের পাঁচ মেয়র প্রার্থী। এ সময় তারা মাদকমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। নগরীর শহীদ হাদিস পার্কে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে তারা এ প্রতিশ্রুতি দেন।

সুজনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। মঞ্চে উপস্থিত মেয়র প্রার্থীদের পাঠ করানো হয় অঙ্গীকারপত্র। এরপর উপস্থিত জনতার তিনটি করে প্রশ্নের উত্তর দেন একেক প্রার্থী।

প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেন, ‘সিটি করপোরেশনের মধ্যে ইজিবাইকসহ সব গণপরিবহন নির্দিষ্ট সংখ্যায় আনা হবে। সুন্দর, পরিচ্ছন্ন, যানজটমুক্ত একটি নগরী উপহার দেব।’ এ সময় নির্বাচিত হলে মাদকমুক্ত নগরী উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে সাবেক এই মেয়র বলেন, ‘সিটিতে নারীবান্ধব গণপরিবহন চালু করা হবে। আমি পাঁচ বছর মেয়র থাকাকালে জলাবদ্ধতা নিরসনকল্পে ২২টি খাল খননে ২৫০ কোটি টাকা প্রকল্পের কাজ শুরু করে গিয়েছিলাম, ২০১৩ সালে খুলনার উন্নয়নে আরো ২০০ কোটি টাকার সংস্থান করেছি। এর মধ্যে ১৯ কোটি টাকার কাজও শুরু করতে পেরেছিলাম। জার্মান সরকারের সহায়তায় আরো ১০০ কোটি টাকার ড্রেন, রাস্তার উন্নয়ন কাজ হয়েছে। আমি কথায় নই, কাজে বিশ্বাসী।’

বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘মাদক, ভর্তি বাণিজ্য, টেন্ডারবাজি হচ্ছে। যানজট সমস্যা প্রকট, এটি নিরসনে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। নগরবাসী ড্রেন, ময়লা-আবর্জনা পরিষ্কার দেখতে চায়, পরিবেশবান্ধব নগরী দেখতে চায়- আমি এই কাজগুলো করব। নাগরিক সুযোগ-সুবিধা সৃষ্টি করব।’ মঞ্জু তৃতীয় প্রশ্নের জবাব দেওয়ার সময় একপক্ষ হট্টগোল শুরু করে। এ অবস্থায় অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্নকারীকে থামিয়ে দেন।

এর আগে অন্য তিন প্রার্থী পরিচ্ছন্ন খুলনা নগরী গড়ার পাশাপাশি অন্যান্য কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক বলেন, ‘সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত খুলনা শহর গড়ে তুলব।’

সিপিবির প্রার্থী মিজানুর রহমান বাবু বলেন, ‘নতুন করারোপ করা হবে না। দুর্নীতিমুক্ত নগর ভবন গড়ে তোলা হবে।’

জাতীয় পার্টির মেয়র প্রার্থী এসএম শফিকুর রহমান বলেন, ‘বৈষম্যহীন নগর ভবন এবং ধর্মীয় অনুশাসন মেনে মাদকমুক্ত খুলনা মহানগরী গড়ে তুলব।’

এদিকে শনিবার (২৮ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালান মেয়র পদপ্রার্থীরা। এ সময় শ্রমজীবীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রতি দেন আওয়ামী লীগের প্রার্থী। অপরদিকে ক্ষমতায় গেলে খাল দখলমুক্ত করার ঘোষণা দেন বিএনপির প্রার্থী।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!