• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমাজের যত মাথাব্যথা মেয়েদের শরীর নিয়ে


বিনোদন ডেস্ক মে ২৪, ২০১৮, ০৪:১০ পিএম
সমাজের যত মাথাব্যথা মেয়েদের শরীর নিয়ে

ঢাকা : ভারতীয় নারীকেন্দ্রিক চলচ্চিত্রে নিজের আধিপত্য ধরে রেখেছেন অনেক বছর। তিনি বিদ্যা বালান। জনপ্রিয় এই অভিনেত্রী মনে করেন, ‘মেয়েদের শরীর নিয়ে সমাজের এত মাথাব্যথা, কারণ শরীরের ওপর জোর খাটিয়ে মেয়েদের নিয়ন্ত্রণ করা হয়।’

বিদ্যা বালান বলেন, ‘নারীর শরীর ‘কালচারাল সিম্বল’ হলে পুরুষের শরীরও সেই কালচারের বাইরে নয়। কিন্তু সমাজ তা শেখায় না। এটা পিতৃতন্ত্রেরই একটা হাতিয়ার। নারীর মন-সত্তা-শরীরকে নিয়ন্ত্রণ করে পুরুষ আধিপত্য বজায় রাখতে চায়।’

সিনেমায় আইটেম গানের দৃশ্যে মেয়েদের উপস্থাপন নিয়ে বিভিন্ন সময় সমালোচনা করেছেন অনেকে শিল্পী। এই বিষয়টি নিয়ে বিদ্যা বালান বলেন, ‘আইটেম গান সবচেয়ে সহজ নিশানা। বছরের পর বছর ধরে যে ধরনের রোমান্টিক গান তৈরি হয়েছে, তাতেও মেয়েরা পণ্যের মতোই।’

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘শুধু নিজেকে নয়, চারপাশের নারীদের দেখেও সবসময়ে মনে হয়, মেয়েরা কোনও অংশে পুরুষের চেয়ে কম নন। নারীকেন্দ্রিক ছবিই আমি বেশি করি।

তবে কেউ যখন জিজ্ঞেস করত, কীভাবে দশ দিক সামলাই, মনের মতো উত্তর পেতাম না। একটা ক্যাম্পেইনের অংশ হয়ে যেন উত্তরটা খুঁজে পেয়েছি, ‘একাই এক শ।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!