• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সমাবেশ নিয়ে বিএনপিকে সতর্ক করলেন ওবায়দুল


ঢাবি প্রতিনিধি নভেম্বর ৯, ২০১৭, ০২:০১ পিএম
সমাবেশ নিয়ে বিএনপিকে সতর্ক করলেন ওবায়দুল

ফাইল ছবি

ঢাবি: ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। এ নিয়ে কোনো বিশৃঙ্খলা করলে ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা করা হবে। তবে কোনো বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজের স্বীকৃতি পাওয়া উপলক্ষে বৃহস্পতিবার টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সমাবেশকে কেন্দ্র করে কোনো ঝামেলা যাতে না হয় সে ব্যাপারেও বিএনপিকে হুঁশিয়ার করেন ওবায়ুদল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় তিনি বলেন, ‘ঘোষণা পাঠ করলেই স্বাধীনতার ঘোষক হওয়া যায় না। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করতে চায় তারাই একমাত্র দাবী করে তাদের নেতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘যারা ইতিহাস নিয়ে কানামাছি খেলে তাদের ইউনেস্কো বঙ্গবন্ধুর ভাষণকে স্বীকৃতি দিয়ে সমুচিত জবাব দিয়েছে।’

এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগের উদ্দেশ্যে বলেন, ‘কিছু কিছু ঘটনার কারণে দল খুবই বিব্রত। সিলেট এবং চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা তথ্য সন্ত্রাস নয়। সবসময় মনে রাখতে হবে সত্যকে পাশ কাটিয়ে চলে যাওয়া কোনো সমাধাণ নয়। অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণাও কোনো সমাধান নয়। এক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

ইনুর ‘অভিমান’ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি (ইনু) রাগ, ক্ষোভ এবং অভিমান থেকে হয়তোবা এ কথাবলেছেন। এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হবে।’

বুধবার (৮ নভেম্বর) কুষ্টিয়ার মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেয়া বক্তব্য সম্পর্কেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সেই সভায় ইনু বলেন, ‘জোটে না থাকলে এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ।’

ইনু আরো বলেন, ‘আপনারা ৮০ পয়সা থাকতে পারেন, আপনি এক টাকার মালিক না। যতক্ষণ এক টাকা হবেন না, ততক্ষণ ক্ষমতা পাবেন না।’

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!