• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সম্ভাব্য সেরা দলই হয়েছে : মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২১, ২০১৭, ০৩:৪৬ পিএম
সম্ভাব্য সেরা দলই হয়েছে : মাশরাফি

ঢাকা : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণাকরা হয়েছে গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল)। দল ঘোষণার পর স্বভাবতই সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ঢাকা প্রিমিয়ার লীগের গতকালের ম্যাচ শেষে বিকেএসপিতে সাংবাদিকদের মুখোমুখি হন মাশরাফি। দল নিয়ে তখন জানান নিজের সন্তুষ্টির কথা। সেই সঙ্গে একে আখ্যা দেন ‘সম্ভাব্য সেরা দল’ হিসেবে।

তিনি বলেন, ‘আমার মনে হয় সবাই ভেবেচিন্তেই দল করেছে। একটু আগে দল দেখলাম। সম্প্রতি যারা খেলেছে, তারাই আছে। নাসির ঢুকেছে। সবার জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, সম্ভাব্য সেরা দলই হয়েছে।’

এদিকে ‘সেরা দল’ নিয়ে ভালো করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন নড়াইল এক্সপ্রেস। বলেছেন, ‘জায়গামত কাজটা ক্রিকেটারদের। আসল কথা সেখানে গিয়ে আমাদের ভালো খেলতে হবে।’

নাসির হোসেনের গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে গতকাল ছিল মাশরাফির দল লিজেন্ড অফ রূপগঞ্জের তৃতীয় রাউন্ডের ম্যাচ। যদিও তাতে জয়ের মুখ দেখা হয়নি মাশরাফির দলের।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!