• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘সরকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছে’


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০১৮, ০২:৫১ পিএম
‘সরকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছে’

ঢাকা: প্রশাসন জিয়া পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৪ জুলাই) সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে জিয়া পরিষদের আলোচনাসভা করতে না দেয়ার প্রতিবাদে ইনস্টিটিউশনের সামনে তিনি এ অভিযোগ করেন।

এসময় বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী সরকার কথা বলার ন্যূনতম অধিকারটিও কেড়ে নিয়েছে। আজ প্রশাসন আমাদের জিয়া পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে দিচ্ছে না।

তিনি বলেন, সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। সারা দেশে যে কথা বলা ও সভা-সমাবেশ করার কোনো গণতান্ত্রিক অধিকার নেই, তারই প্রমাণ আজকে প্রোগ্রাম করতে না দেয়া। এ সরকার ক্ষমতাগ্রহণের পর থেকে দেশের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে দিয়েছে। বিরোধী দলের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!