• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে


নিজস্ব প্রতিবেদক মে ৩, ২০১৭, ০৮:২৭ পিএম
সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে

ঢাকা: বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ এ আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই গণমাধ্যমের ওপর আঘাত করে- এমন অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলেন, এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন রাজনৈতিক পরিবর্তন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে আজকে না আছে গণমাধ্যমের স্বাধীনতা, না আছে রাজনৈতিক স্বাধীনতা, না আছে অর্থনৈতিক স্বাধীনতা। সবকিছুই বিশেষ গোষ্ঠীর হাতে চলে গেছে, এটা হচ্ছে আওয়ামী লীগ গোষ্ঠী। কোনোকিছুই অর্জিত হবে না, যদি আমরা গণতান্ত্রিক অধিকার অর্জন করতে না পারি। 

গণতন্ত্র পুনরুদ্ধার না হলে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, একতরফা কোনো নির্বাচনে যাবে না তাঁর দল। নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!