• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সরকার প্রবাসীদের বিনিয়োগকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর’


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১১, ২০১৭, ০৯:২৭ পিএম
‘সরকার প্রবাসীদের বিনিয়োগকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর’

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন- বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগকে উৎসাহ ও সুরক্ষা দিতে সরকার বদ্ধপরিকর। তথ্য মন্ত্রণালয় তাদের পাশে রয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের লন্ডন সিটির ব্রেন্ট শহরের মেয়র পারভেজ আহমেদের সঙ্গে বৈঠককালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। এসময় প্রবাসীরা বাংলাদেশের সম্পদ এবং স্বর্ণ প্রবাসী স্বরূপ বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাজ্যের কোনো শহরের মেয়রের আগমনকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, নিঃসন্দেহে এ সফর যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ঘনিষ্ঠতর করে তুলবে। যুক্তরাজ্য প্রবাসীরা সে দেশের নাগরিকত্ব পেলেও একইসঙ্গে বাংলাদেশের নাগরিকত্ব বজায় রাখতে আন্তরিক বিষয়টি ভূয়সী প্রশংসার দাবি রাখে।

বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ এবং প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সাকিল চৌধুরী উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!