• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সরকার রোহিঙ্গদের ব্যাপারে নিশ্চুপ’


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০১৭, ১২:০৪ পিএম
‘সরকার রোহিঙ্গদের ব্যাপারে নিশ্চুপ’

ফাইল ছবি

ঢাকা: বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের ব্যপারে নিশ্চুপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্ববাসী যখন রাখাইন (আরাকান) রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের হত্যা, নির্যাতন ও নিজেদের বসত বাড়ি থেকে উৎখাতের বিরুদ্ধে সোচ্চার তখন বাংলাদেশ সরকার নিশ্চুপ।

শুক্রবার (৮ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতন বন্ধের প্রতিবাদে দিলটি এই মানববন্ধনের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়া ও তাদের পাশে দাঁড়ানো আমাদের মৌলিক দায়িত্ব, বিশ্ব মানবতার পাশে সব সময় দাঁড়াতে হবে, একথা পরিস্কার করে সংবিধানে বলা আছে। কিন্তু সরকার এক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

সরকারকে গণবিচ্ছিন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণবিচ্ছিন্ন হওয়ায় জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!