• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি বাড়ানো হবে


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০১৭, ০৯:৫৯ পিএম
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি বাড়ানো হবে

ঢাকা: যেসব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ও টিউশন ফি ১২ থেকে ২০ টাকার মধ্যে সেগুলোর ফি বাড়িয়ে আগামী বাজেটে পাঁচগুণ করা হবে বলে জানিয়েছেন,অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, বেতন ও টিউশন ফিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের খরচ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।আগামী অর্থবছরের বাজেটের আকার চার লাখ ১৫ হাজার কোটি টাকা হতে পারে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা-এনজিওদের সাথে ২০০১৭-১৮ অর্থবছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান।

মতবিনিয়ম সভায় অর্থমন্ত্রী আরো বলেন, ২০৩০ সালের আগেই বাংলাদেশ এসিডিজি অর্জনে সক্ষম হবে। তবে এ ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। এ জন্য জেলা পরিষদগুলোকে কাজে লাগানো যেতে পারে।

সোনালীনিউজডটকম/ঢাকা/এমআর

Wordbridge School
Link copied!