• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সরকারি হলো আরো ৩৬ মাধ্যমিক বিদ্যালয়


নিজস্ব প্রতিবেদক মে ৩০, ২০১৮, ১০:৫৫ পিএম
সরকারি হলো আরো ৩৬ মাধ্যমিক বিদ্যালয়

ঢাকা : চূড়ান্ত তালিকায় থাকা আরো ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে সরকার। মঙ্গলবার (২৯ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সোমবার এ সংক্রান্ত আদেশে সই করা হয়। গত ২১ মে ২৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ৭ মে ১২টি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে সরকার। তারও আগে কয়েক ধাপে বেশ কয়েকটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়। যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার। এরই ধারাবাহিকতায় এসব বিদ্যালয় সরকারি হলো।

সরকারি হওয়া এসব বিদ্যালয়ে সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, এসব বিদ্যালয়ের শিক্ষকরা অন্য বিদ্যালয়ে বদলি হতে পারবেন না।

নতুন করে সরকারিকরণ হওয়া বিদ্যালয়গুলো হলো- গাইবান্ধার সাঘাটার কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জের কোটালিপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কিশোরগঞ্জের তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বরগুনার আমতলী এ কে মডেল পাইলট হাইস্কুল, টাঙ্গাইলের মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয়, বরওয়ারিনগর সিবি পাইলট উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর কালুখালী রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয়, বিবাড়িয়ার আশুগঞ্জের হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রামের চিলমারীর থানাহাট এইউ পাইলট উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের লাখাই বামৈ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জের কুলিয়ারচর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল গোপালপুরের সূতি ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বরগুনার পাথরঘাটা কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয়, নাটোরের বাগতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ঢাকার কেরানীগঞ্জের শাক্তা উচ্চ বিদ্যালয়, ভোলার লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়, সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের আজমিরীগঞ্জ এবিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়, রাজশাহী পবা নওহাটা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী মির্জাগঞ্জের সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, নাটোরের গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়, বরগুনার বেতাগী পাইলট উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের ভ‚ঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, নাটোরের নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়, বরিশাল বানারিপাড়ার মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন, শরীয়তপুরের গোসাইরহাট ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি কাঁঠালিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও একই জেলার রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!