• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারি হলো আরো ৪৩ বিদ্যালয়


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০১৮, ১০:০২ পিএম
সরকারি হলো আরো ৪৩ বিদ্যালয়

ঢাকা: নতুন করে আরো ৪৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার (২৪ সেপ্টেম্বর) থেকে ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো। এদিন থেকে শিক্ষকরা সব প্রকার সরকারি সুবিধা পাবেন। জাতীয়করণ হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।

দেশে পুরনো মোট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ৩৩৩টি। চলতি বছরে ১৭৫টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। বর্তমানে নুতন করে আরো ৪৩ বিদ্যালয় জাতীকরণে দেশে মোট সরকারি বিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫১টি।

নতুন সরকারি স্কুলগুলো হলো

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!