• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকারি হলো ২৭১ কলেজ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১২, ২০১৮, ০৪:৩২ পিএম
সরকারি হলো ২৭১ কলেজ

ঢাকা: নতুন করে দেশের ২৭১টি কলেজকে সরকারি করা হয়েছে। এ বিষয়ে রোববার (১২ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

এ নিয়ে এখন দেশে সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা ৫৯৮। এতদিন শিক্ষক প্রশিক্ষণ কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসাসহ সরকারি কলেজের সংখ্যা ছিল ৩২৭। এখন সরকারি হওয়া শিক্ষকদের অবস্থান, বদলি ও পদোন্নতি বিষয়গুলো নির্ধারণ করা হবে নতুন বিধিমালা অনুযায়ী।

ঢাকা জেলায় সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে সাভার উপজেলায় সাভার কলেজ, কেরানীগঞ্জে ইস্পাহানী ডিগ্রি কলেজ, দোহারে পদ্মা কলেজ, নবাবগঞ্জে দোহার-নবাবগঞ্জ কলেজ।

মানিকগঞ্জ জেলায় সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে সিঙ্গাইরে সিঙ্গাইর ডিগ্রি কলেজ, শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ, হরিরামপুরে বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যারয়, দৌলতপুরে মতিলাল ডিগ্রি কলেজ।

নারায়ণগঞ্জ জেলায় সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে বন্দর থানায় কদম রসুল কলেজ, সোনারগাঁওয়ে সোনারগাঁও ডিগ্রি কলেজ, রূপগঞ্জে মুড়াপাড়া কলেজ।

মুন্সীগঞ্জ জেলায় সরকারি হয়েছে সিরাজদীখান উপজেলায় বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ, টঙ্গীবাড়ীতে বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ, লৌহজংয়ে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ।

গাজীপুরে সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে কাপাসিয়ায় শহীদ তাজউদ্দিন আহমদ ডিগ্রি কলেজ, শ্রীপুরে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ, কালীগঞ্জে কালীগঞ্জ শ্রমিক কলেজ।  

নরসিংদী জেলায় সরকারিকরণ হয়েছে বেলাবো উপজেলায় হোসেন আলী ডিগ্রি কলেজ, রায়পুরা উপজেলায় রায়পুরা কলেজ, মনোহরদীতে মনোহরদী ডিগ্রি কলেজ, পলাশে পলাশ ডিগ্রি কলেজ।

রাজবাড়ী জেলায় সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ, কালুখালীতে কালুখালী কলেজ।

শরীয়তপুরে সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে ভেদরগঞ্জে এম এ রেজা ডিগ্রি কলেজ, গোসাইরহাটে শামসুর রহমান ডিগ্রি কলেজ, ডামুড্যায় পূর্ব মাদারীপুর কলেজ, জাজিরায় বি.কে নগর বঙ্গবন্ধু কলেজ।

ময়মনসিংহে সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে ভালুকায় ভালুকা ডিগ্রি কলেজ, ধোবাউড়ায় ধোবাউড়া আদর্শ কলেজ, ত্রিশালে নজরুল কলেজ, হালুয়াঘাটে হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, ফুলপুরে ফুলপুর ডিগ্রি কলেজ, তারাকান্দায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, নান্দাইলে শহীদ স্মৃতি আদর্শ কলেজ, ফুলবাড়িয়ায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়।

কিশোরগঞ্জে সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে করিমগঞ্জে করিমগঞ্জ মহাবিদ্যালয়, তাড়াইলে তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ, বাজিতপুরে বাজিতপুর কলেজ, হোসেনপুরে হোসেনপুর ডিগ্রি কলেজ, অষ্টগ্রামে রোটারি ডিগ্রি কলেজ, কটিয়াদীতে কটিয়াদী কলেজ, কুলিয়ারচরে কুলিয়ারচর ডিগ্রি কলেজ, নিকলীতে মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ, পাকুন্দিয়ায় পাকুন্দিয়া কলেজ, মিঠামইনে মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ।

নেত্রকোনায় সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে বারহাট্টায় বারহাট্টা কলেজ, খালিয়াজুড়িতে কৃষ্ণপুর হাজী আলী আকবর বিশ্ববিদ্যালয় কলেজ, কলমাকান্দায় কলমাকান্দা ডিগ্রি কলেজ, কেন্দুয়ায় কেন্দুয়া ডিগ্রি কলেজ, পূর্বধলায় পূর্বধলা ডিগ্রি কলেজ।

টাঙ্গাইলে সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে কালিহাতিতে শামছুল হক মহাবিদ্যালয়, দেলদুয়ারে সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজ, বাসাইলে জোবেদা রুবেয়া মহিলা কলেজ, গোপালপুরে গোপালপুর কলেজ, ঘাটাইলে জি. বি. জি কলেজ, মির্জাপুরে মির্জাপুর কলেজ, মধুপুরে মধুপুর কলেজ, ধনবাড়ীতে ধনবাড়ী কলেজ।

জামালপুর জেলায় সরকারি হওয়া নতুন কলেজগুলো হচ্ছে দেওয়ানগঞ্জে এ কে মেমোরিয়াল ডিগ্রি কলেজ, সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু কলেজ, ইসলামপুরে ইসলামপুর কলেজ।

শেরপুর জেলায় সরকারি হওয়া তিনটি সরকারি কলেজ হচ্ছে নকলায় হাজি আল মামুন কলেজ, নলিতাবাড়ীতে নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়, ঝিনাইগাতীতে আদর্শ মহাবিদ্যালয়।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!