• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সর্বকালের সেরা স্ট্রাইকার রোনালদো


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৪, ২০১৬, ১১:২৮ এএম
সর্বকালের সেরা স্ট্রাইকার রোনালদো

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা স্ট্রাইকার কে? ব্যাপারটি নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। ফুটবলাপ্রেমীদের নিরন্তর বিতর্ক নিরসনে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম সেরা স্ট্রাইকার নির্বাচনের জন্য ভোটের ব্যবস্থা করেন। আর এতে ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ নাম্বার নাইন খেলোয়াড় নির্বাচিত হন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।   

সর্বকালের সেরা স্ট্রাইকার হওয়ার দৌড়ে জার্ড মুলার, মার্কো ফন বাস্তেন ও রোমারিওদের মতো গ্রেট স্ট্রাইকারদের বিপুল ভোটে পেছনে ফেলেন ৪০ বছর বয়সী রোনালদো। প্রায় ১০ হাজার পাঠক সাবেক এ বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও এসি মিলান তারকাকে বেছে নেন।

নেদারল্যান্ডস আইকন ফন বাস্তেনের বাক্সে গেছে ১,১২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক আর্জেন্টাইন সুপারস্টার গ্যাব্রিয়েল বাতিস্তুতা ঠিক তার পেছনেই অবস্থান করছেন।
এ তালিকায় ছয় শতাংশ ভোট পেয়ে শীর্ষ তিনের বাইরে মুলার। বিশ্বকাপ জয়ী জার্মান কিংবদন্তির পরেই আছেন প্রয়াত পর্তুগিজ লিজেন্ড ইউসেবিও, হাঙ্গেরির এক সময়ের তুখোড় স্ট্রাইকার ফেরেনক পুসকাস ও লাইবেরিয়ার জর্জ উইয়াহ।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!