• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সর্বশেষ পুরুষ গণ্ডারটিকে মেরে ফেলা হল


নিউজ ডেস্ক মার্চ ২০, ২০১৮, ০৬:৩১ পিএম
সর্বশেষ পুরুষ গণ্ডারটিকে মেরে ফেলা হল

ঢাকা: নাইজেরিয়ায় সর্বশেষ উত্তরাঞ্চলীয় পুরুষ শ্বেত গণ্ডারটি মারা গেছে। পশুটির বয়স হয়েছিল ৪৫ বছর। ১৯ মার্চ তারা রক্ষীরা এ কথা জানিয়েছে। শ্বেত গণ্ডার হিসেবে এই পুরুষ ছিল।

এর ফলে এই প্রজাতির মাত্র দুটি নারী গণ্ডরই এখন অবশিষ্ট রইল। একটি তার কন্যা এবং অপরটি নাতনী। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গণ্ডারটির মৃত্যুর ফলে প্রজাতিটি এখন বিলুপ্তির পথে। ওল পেজেতা কনজারভ্যান্সি এক বিবৃতিতে জানায়, সুদান নামের এই গণ্ডারটি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিল। তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে চিকিৎসক দল যন্ত্রণা থেকে মুক্তি দেয়ার জন্য তাকে মেরে ফেলার উদ্যোগ নেয়।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!