• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সর্বাধুনিক ‘এস-৩০০’র বিকল্প প্রযুক্তি তৈরি ইরানের


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৮, ২০১৮, ০৮:৫২ পিএম
সর্বাধুনিক ‘এস-৩০০’র বিকল্প প্রযুক্তি তৈরি ইরানের

ঢাকা : বর্তমান বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৩০০’। যুক্তরাষ্ট্র সর্বপ্রথম এ প্রযুক্তি উৎপাদন করে। যুক্তরাষ্ট্রের উৎপাদিত ‘এস-৩০০’এর সমকক্ষ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইরান। দেশটি এ প্রযুক্তির নাম দিয়েছে ‘বাবর-৩৭৩’।

খুবই শীঘ্রই এ প্রযুক্তি উদ্বোধন করা হবে বলে জানিয়েছে ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আহাদি। শুক্রবার (১৭ আগস্ট) তাবরিজ শহরে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। জেনারেল মোহাম্মাদ আহাদি জানান, চলতি বছরের শেষ নাগাদ এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচন করা হবে।

জেনারেল আহাদি বলেন, স্বাধীন নীতি অনুসরণ করার কারণে ইরানের পক্ষে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতা অর্জন করা সম্ভব হয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরান প্রতিরক্ষা খাতে খুবই কম বিনিয়োগ করে যা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের সঙ্গেও তুলনার যোগ্য নয়।

সৌদি আরব বিশ্বের তৃতীয় অস্ত্র আমদানিকারক দেশ অথচ ইরান এ খাতে কম বিনিয়োগ করেই মধ্যপ্রাচ্যে নিরাপত্তা দিচ্ছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!