• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ রেন্টালে শাকিবের ‘চালবাজ’!


এন ডি আকাশ এপ্রিল ১৯, ২০১৮, ০৪:৫৭ পিএম
সর্বোচ্চ রেন্টালে শাকিবের ‘চালবাজ’!

শাকিব খান

ঢাকা: ঈদের সময় ছবির জন্য একটি সিনেমা হলে সর্বোচ্চ রেন্টাল থাকে ৪ লাখ টাকা, সেখানে শাকিব খানের ‘চালবাজ’-এর জন্য নেওয়া হচ্ছে সর্বোচ্চ ৬ লাখ টাকা। ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে আগামী ২৭ এপ্রিল। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ছবিটি মুক্তি দেওয়া হবে। এজন্য বুধবার (১৮ এপ্রিল) সেন্সর বোর্ডে জমা পড়েছে ছবিটি।

বাংলাদেশে মুক্তির ক্ষেত্রে এবার ঈদের রেকর্ড ভেঙে দিচ্ছে ‘চালবাজ’। ঈদের ছবির চেয়েও ‘রেন্টালে’ এগিয়ে আছে শাকিব অভিনীত ছবিটি। মিনিমাম গ্যারান্টিতে (এমজি) প্রতিটি সিনেমা হল থেকে সর্বোচ্চ ৬ লাখ টাকা এবং সর্বনিম্ন ১ লাখ টাকা নিচ্ছেন বাংলাদেশে ছবিটি আমদানীকারক প্রতিষ্ঠান ‘মেসার্স এন ইউ ট্রেডার্স’।

এমন তথ্য জানিয়েছে ছবি মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। যেখানে ঈদের সময় ছবির জন্য একটি সিনেমা হলে সর্বোচ্চ রেন্টাল থাকে ৪ লাখ টাকা, সেখানে চালবাজ-এর জন্য নেওয়া হচ্ছে সর্বোচ্চ ৬ লাখ টাকা।

ঢাকাই চলচ্চিত্রের সুপাস্টার শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘চালবাজ’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। জয়দীপ মুখার্জির পরিচালনায় কলকাতায় ছবিটি মুক্তি পাচ্ছে শুক্রবার (২০ এপ্রিল)।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!