• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাঁওতালদের জমি নিয়ে সরকার অন্যায় করেনি


রংপুর প্রতিনিধি নভেম্বর ১৬, ২০১৬, ০৫:০৪ পিএম
সাঁওতালদের জমি নিয়ে সরকার অন্যায় করেনি

রংপুর: সাঁওতালদের জমি নিয়ে সরকার অন্যায় কিছু করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালরা সুগার মিলের জমিতে অবৈধভাবে ছিল। সরকার যদি জমি নিয়ে থাকে তাহলে অন্যায় কিছু করেনি। তবে তাদের বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল। কারণ ওরা গরীব মানুষ।’

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুরের দর্শনায় পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটকে ‘দুঃখজনক ঘটনা’ বলে উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে তা দেশবাসী জানে।’ 

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না জানিয়ে এরশাদ বলেন, ‘সেখানে যারা ভোটার তারা সবাই সরকারি দলের লোক। ফলে ওই নির্বাচন করে কোনও লাভ নেই।’ এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

সম্প্রতি হাইকোর্টে নিজের দুর্নীতির মামলার আপিলের শুনানি সম্পর্কে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমার মনে হয় মামলায় কিছু হবে না। কারণ বিএনপি ক্ষমতায় থাকাকালে আমাকে হয়রানি করার জন্য হিংসাত্মকভাবে অনেক মামলা দিয়েছে। মামলায় গ্রেফতারও হয়েছি, জেলও খেটেছি। তবে জেল খাটার দিন বোধ হয় শেষ হয়েছে। এখন অপেক্ষা করছি যারা আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল সেই বিএনপি নেতাদের কবে সাজা হয় তা দেখার আশায়।’

এর আগে এরশাদ ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করে মোটর শোভাযাত্রাসহ রংপুরে নিজ বাসভবন পল্লীনিবাসে এসে পৌঁছান।

এসময় রংপুর জেলা জাপার সাধারণ সম্পাদক হোসেন মকবুল শাহারিয়ার আসিফ, মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের নেতা কর্মীরা তাকে স্বাগত জানান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!